Ajker Patrika

আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৫: ০৬
আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে মাদক ব্যবসা,  গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী আশ্রয়ণ প্রকল্পে মাদক বিক্রির সময় তিন কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। 

গতকাল শুক্রবার রাতে আশ্রয়ণ প্রকল্প দেওয়ান হিলের ভেতরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—বটতলী ইউনিয়নের নুরপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল হামিদের ছেলে জয়নাল আবেদীন পুতু (৪৫), চাতরী ইউনিয়নের আমির আলী মাঝির বাড়ির মৃত জালাল আহামদের ছেলে আব্দুল গফুর (৪০) ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কোরবান আলীর ছেলে মো. জসিম (৩৫)। 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্প দেওয়ান হিলের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক ১ লাখ ৫৬ হাজার টাকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত