Ajker Patrika

ফেনীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৮
ফেনীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজবাড়ী জেলার সদর থানার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। 

পুলিশ সুপার মামুন বলেন, গত ২৭ জানুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলার অভিযুক্ত ব্যক্তি তাঁর মেয়েকে নিয়ে ঘুমাতে যাওয়ার কথা বলে স্ত্রীর অগোচরে ধর্ষণ করে। এমন অভিযোগে শিশুর মা ৩ ফেব্রুয়ারি সোনাগাজী মডেল থানায় লিখিত একটি অভিযোগ করেন। ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত বাবা। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে রাজবাড়ী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার আরও বলেন, দুপুরে অভিযুক্তকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল পলাশসহ পুলিশ কর্মকর্তারা। 

উলেখ্য, আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। তার বিরুদ্ধে এর আগে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক, অপহরণসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৫টি মামলা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত