Ajker Patrika

রাতের আঁধারে কাটা হচ্ছে পাহাড়, ছাত্রলীগ নেতাকে জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১১: ১৭
রাতের আঁধারে কাটা হচ্ছে পাহাড়, ছাত্রলীগ নেতাকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে রাতের আঁধারে সংরক্ষিত বন থেকে পাহাড় কাটার অপরাধে দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি তাঁকে এই অর্থদণ্ড দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও হেঁয়াকো বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হানিফ সরকারের নেতৃত্বে দাঁতমারা ইউপির হেঁয়াকো পশ্চিম সিকদারখীলের সিরাজ ও সফিকের বাড়ির নিচের সংরক্ষিত বন থেকে পাহাড় কাটা হয়। পরে ৮-১০টি ড্রামট্রাকে করে মাটি পাচারের জন্য হেঁয়াকো সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস মাঠে জমানো হচ্ছিল। রাতের আঁধারে পাহাড় কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি গোপনে ঘটনাস্থলে যান। এ সময় তিনি স্থানীয় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকীকে মাটিভর্তি ট্রাকগুলো আটকের নির্দেশ দেন। ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটিভর্তি দুটি ট্রাক জব্দ করেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

এ বিষয়ে ইউএনও বলেন, পাহাড় কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত