Ajker Patrika

‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৫: ৩২
‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ির গাছের সঙ্গে এক আওয়ামী লীগ নেতার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনজিওর ঋণের টাকা শোধ করতে না পাড়ায় তিনি মানসিক চাপে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। গতকাল রোববার রাতেও দুজন এনজিও কর্মী কিস্তির টাকার জন্য তাঁর বাড়িতে বসে ছিলেন বলে পরিবার জানিয়েছে। 

আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনেরা। 
 
ওই আওয়ামী লীগ নেতার নাম—সানা উল্লাহ (৬০)। তিনি উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামের মৃত আবদুল হক কাজীর ছেলে। সানা উল্লাহ ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বরত ছিলেন। 

সানা উল্লাহ বাড়ির পাশে চা দোকান করে সংসার চালাতেন। তিনি পৈতৃক সূত্রে পাওয়া দুই শতক জমির ওপর ঘর করে স্ত্রী ও তিন ছেলে এবং দুই মেয়ে নিয়ে বসবাস করতেন। 

সানা উল্লাহর বড় ভাই আনসার উল্যাহ ও তাঁর ছেলে হৃদয় আজকের পত্রিকাকে জানান, চারটি সংস্থা থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন সানা উল্লাহ। ব্যবসা ভালো না চলায়, অভাবের কারণে তিনি ঠিকমতো ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে প্রায় সময় এনজিওর মাঠকর্মীরা বাড়িতে এসে কিস্তির টাকার জন্য বসে থাকতেন। কোনো কোনো এনজিওকর্মী গভীর রাত পর্যন্ত বাড়িতে অবস্থান নিতেন এবং অপমানজনক কথা বলতেন। গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত দুজন কিস্তির টাকার জন্য বাড়িতে অবস্থান নেন। এতে অপমান বোধ করেন সানা উল্যাহ। সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এবং অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল আলম সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা সানা উল্যাহ চা বিক্রি করে যা আয় করতেন, তা দিয়ে কোনো রকমে সংসার চালাতেন। দুই ছেলের লেখাপড়া এবং সংসারের ব্যয় মেটাতে তিনি কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নেন। এ ছাড়া কয়েকজন ব্যক্তির কাছ থেকেও সাপ্তাহিক পরিশোধের শর্তে টাকা ধার নেন। দেনার চাপে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।’ 

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত