Ajker Patrika

তিতাসে যুবলীগ নেতা জহির হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে যুবলীগ নেতা জহির হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লা তিতাস উপজেলায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সাইফুল ইসলাম আদালতের মাধ্যমে কারাগারে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাতে কুমিল্লার কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। 

রফিকুল ইসলাম বলেন, ‘আমি এবং তিতাস থানা উপপরিদর্শক (এসআই) মাজহারুলসহ শনিবার রাতে কুমিল্লা ডিবি পুলিশের সহযোগিতায় কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে সাইফুল ইসলামের মেয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করি।’ 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকেদের সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছোড়েন। এতে এক পুলিশের এসআই আহত হন। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানের ছেলে ও যুবলীগ নেতা জহির উদ্দিন গুরুতর আহত হন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। 

এই ঘটনায় নিহত যুবলীগ নেতা জহিরের ছোট ভাই মো. এসহাক মোল্লা (৩০) বাদী হয়ে তিতাস থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে সাইফুল ইসলামকে ১ নম্বর ও বাবুল চেয়ারম্যানকে ৬ নম্বর আসামিসহ মোট ৪৩ জন নামীয় এবং আরও ১০ / ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত