Ajker Patrika

প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জেলহাজতে বড় ভাই

লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জেলহাজতে বড় ভাই

বান্দরবানের লামায় প্রবাসী ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামিকে বড় ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আদালত তাঁকে জেল হাজতে পাঠান। 

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব ১৫ এর সদস্যরা। পরে তাঁকে লামা থানায় হস্তান্তর করা হয়। 

জানা যায়, গত ২২ ডিসেম্বর রূপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় দুই শিশু সন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেঁধে ধর্ষণ করে অভিযুক্ত বড় ভাই। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত বড় ভাইসহ দুজনকে আসামি করে লামা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

র‍্যাব ১৫ এর জ্যেষ্ঠ সরকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ঘটনার পর র‍্যাব সদস্যরা বিষয়টি নিয়ে অভিযানে নামে। পরে কৌশলে রূপসীপাড়া ইউনিয়নের মাস্টার পাড়ায় পাহাড়ি এলাকা থেকে আত্মগোপনে থাকা প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই শিরিন আক্তার বলেন, সোমবার পুলিশ ধর্ষণ মামলার প্রধান আসামিকে আদালতে নেওয়ার পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত