Ajker Patrika

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মো. কারিম উদ্দিন (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে ভুক্তভোগীর কিশোরীর চাচা হন। আজ বুধবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের চর আফজল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী কারিম উদ্দিনের চাচাতো ভাইয়ের মেয়ে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই কিশোরী বাড়ির পাশের খেতে ধনিয়া তুলতে যায়। এ সময় অভিযুক্ত কারিম উদ্দিন ওই কিশোরীকে ধর্ষণ করেন। ওই কিশোরীর চিৎকারে বাড়ি থেকে কিশোরীর দাদি ও তার মা ছুটে এলে কারিম পালিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতেই নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়। 

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত