মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিউল্লাহকে পিটিয়ে হত্যার করা হয়েছে। অভিযোগ উঠেছে লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালানো হয়।
আজ সোমবার সাড়ে ১২টার দিকে অজিউল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। চেয়ারম্যান জোরপূর্বক আমার জায়গার মাটি কেটে ফেলে। আমার স্বামী বাধা দেন। এরপর চেয়ারম্যান ও তাঁর লোকজন এসে আমার বসত ঘরে ঢুকে আমার স্বামীকে রড আঘাত করে ও লাথি মারে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী বলেন, ‘চেয়ারম্যানের লোকজন এসে আমার বসত ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিলে আমার ছেলে ও নাতিসহ তিনজনকে মেরে আহত করে।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন বলেন, ‘অজিউল্লাহ সরকারি রাস্তার কাজে বাঁধা দেন। আমার সাথে কথা-কাটাকাটি হয়। পরে আমি শুনতে পাই তিনি স্টক করেছেন।’
মনোহরগঞ্জ থানার পরিদর্শক মাহাবুল কবির জানান, ‘এ বিষয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিউল্লাহকে পিটিয়ে হত্যার করা হয়েছে। অভিযোগ উঠেছে লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালানো হয়।
আজ সোমবার সাড়ে ১২টার দিকে অজিউল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। চেয়ারম্যান জোরপূর্বক আমার জায়গার মাটি কেটে ফেলে। আমার স্বামী বাধা দেন। এরপর চেয়ারম্যান ও তাঁর লোকজন এসে আমার বসত ঘরে ঢুকে আমার স্বামীকে রড আঘাত করে ও লাথি মারে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী বলেন, ‘চেয়ারম্যানের লোকজন এসে আমার বসত ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিলে আমার ছেলে ও নাতিসহ তিনজনকে মেরে আহত করে।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন বলেন, ‘অজিউল্লাহ সরকারি রাস্তার কাজে বাঁধা দেন। আমার সাথে কথা-কাটাকাটি হয়। পরে আমি শুনতে পাই তিনি স্টক করেছেন।’
মনোহরগঞ্জ থানার পরিদর্শক মাহাবুল কবির জানান, ‘এ বিষয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৯ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২০ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫