প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার নৌকা নিয়ে মাঝ নদীতে সংঘর্ষ করেছেন দুই গ্রামবাসী। প্রায় তিন ঘণ্টাব্যাপী থেমে এ সংঘর্ষ চলে। তবে এতে কেউ আহত হননি। যদিও দুই গ্রামের নারী–শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এবং ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দুই গ্রামের মধ্যবর্তী কড়াগাঙ্গ এলাকায় দুই গ্রামের লোকজন নৌকায় করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নৌকা থেকে একে অপরের দিকে বর্শা, বল্লম ও ঢিল ছোড়েন।
ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন দুই গ্রামের মুরব্বিরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এরই জের ধরে আজ সকালে দুই গ্রামের যুবকেরা নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য ফতেপুর গ্রামের বাসিন্দা শরিফ মিয়া বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের গ্রামের কিছু যুবক পরমানন্দপুর গ্রামের যুবকদের সঙ্গে মারামারি করেছে। বর্ষাকালে নৌকা দিয়ে ঝগড়া করা খুবই খারাপ। আর এটা খুব ঝুঁকিরও। আমরা বিষয়টি সমাধানের জন্য কাজ করছি।
উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের সংঘর্ষের কথা শুনেছি। মারামারি এখন বন্ধ হয়েছে। মীমাংসার জন্য আগামীকাল আমি ওই দুই গ্রামে যাব। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করবো।
সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এই মাত্র খবর পেয়েছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার নৌকা নিয়ে মাঝ নদীতে সংঘর্ষ করেছেন দুই গ্রামবাসী। প্রায় তিন ঘণ্টাব্যাপী থেমে এ সংঘর্ষ চলে। তবে এতে কেউ আহত হননি। যদিও দুই গ্রামের নারী–শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এবং ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দুই গ্রামের মধ্যবর্তী কড়াগাঙ্গ এলাকায় দুই গ্রামের লোকজন নৌকায় করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নৌকা থেকে একে অপরের দিকে বর্শা, বল্লম ও ঢিল ছোড়েন।
ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন দুই গ্রামের মুরব্বিরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এরই জের ধরে আজ সকালে দুই গ্রামের যুবকেরা নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য ফতেপুর গ্রামের বাসিন্দা শরিফ মিয়া বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের গ্রামের কিছু যুবক পরমানন্দপুর গ্রামের যুবকদের সঙ্গে মারামারি করেছে। বর্ষাকালে নৌকা দিয়ে ঝগড়া করা খুবই খারাপ। আর এটা খুব ঝুঁকিরও। আমরা বিষয়টি সমাধানের জন্য কাজ করছি।
উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের সংঘর্ষের কথা শুনেছি। মারামারি এখন বন্ধ হয়েছে। মীমাংসার জন্য আগামীকাল আমি ওই দুই গ্রামে যাব। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করবো।
সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এই মাত্র খবর পেয়েছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৯ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫