কলকাতা প্রতিনিধি
আজ সোমবার ২৫ অক্টোবর শাহরুখ-গৌরীর ৩০তম বিবাহবার্ষিকী। অথচ ২০০ কোটি রুপির মান্নাত-এ নেই কোনো উৎসবের সুর। কারণ, প্রাসাদের মালিক এসআরকের মন ভালো নেই। মালকিন গৌরীও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
অক্টোবর-নভেম্বর শাহরুখদের পরিবারে সবচেয়ে বেশি আনন্দের। ছেলে আরিয়ানের পাশাপাশি তাঁদেরও জন্মদিন এই সময়ে। তবে ২ অক্টোবর ছেলে আরিয়ান মাদক মামলায় ধরা পড়ার পরই বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান ও গৌরী খানের জীবনের সমস্ত উৎসবের রং ফিকে হয়ে গেছে। কবে সেই রং ফের ঝলমল হবে সেটাই এখন দেখার।
৮ অক্টোবর ছিল গৌরীর জন্মদিন। শাহরুখকে বিয়ে করলেও গৌরীদের সংসারে সর্বধর্মের সমন্বয় ছিল। মান্নাত-এ তাই ঈদ বা পূজা দুটিই পালিত হয় সাড়ম্বরে। উৎসবের ঘনঘটা থাকে প্রতিবছর। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে হয় শাহরুখ-গৌরীর। এ বছর বিদেশে বিবাহবার্ষিকী কাটানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সব ভেস্তে গিয়েছে। গৌরী প্রায় রোজই দৌড়াচ্ছেন ছেলের জামিনের জন্য। চেষ্টা চালাচ্ছেন শাহরুখও।
১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম শাহরুখের। প্রতিবছর মুম্বাইয়ের সাংবাদিকদের ডেকে দিনটি পালন করেন তিনি। গতবার কোভিডের জন্য হয়নি। এবারও জন্মদিন যে ঘটা করে পালিত হবে না, সেটা বুঝে গিয়েছেন মুম্বাইয়ের সাংবাদিকেরা।
শাহরুখের জন্মদিনের মাত্র ১১ দিন পর আরিয়ানের জন্মদিন। ১৩ নভেম্বর। ১৯৯৭ সালের ১৩ নভেম্বর জন্মেছিলেন আরিয়ান। এখন দেখার আগামী ১৩ নভেম্বরের আগে মান্নাত-এ পৌঁছতে পারেন কি না, শাহরুখপুত্র।
চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না শাহরুখ-গৌরী। আইনজীবীরাও লড়াই করছেন। গোটা বলিউড তাঁদের পাশে। মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকারও শাহরুখপুত্রের প্রতি সদয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বলিউড তারকার ছেলেকে ছাড়তে নারাজ। অভিযোগ আর পাল্টা অভিযোগে মান্নাত-এর নবরাত্রি-ঈদ-দেয়ালি কিংবা জন্মদিন-বিবাহবার্ষিকী সবই স্তব্ধ হয়ে আছে।
উৎসবের সুর গ্রাস করেছে অশান্তির কালো মেঘ। আরিয়ানের জামিনই দিতে পারে সেই মেঘ থেকে মুক্তি। বিবাহবার্ষিকীতেও এটাই প্রার্থণা শাহরুখ-গৌরীর। তাঁদের পেশাদার জীবনের চরম সাফল্য থমকে আছে সন্তানের বিরুদ্ধে ওঠা অভিযোগে।
আজ সোমবার ২৫ অক্টোবর শাহরুখ-গৌরীর ৩০তম বিবাহবার্ষিকী। অথচ ২০০ কোটি রুপির মান্নাত-এ নেই কোনো উৎসবের সুর। কারণ, প্রাসাদের মালিক এসআরকের মন ভালো নেই। মালকিন গৌরীও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
অক্টোবর-নভেম্বর শাহরুখদের পরিবারে সবচেয়ে বেশি আনন্দের। ছেলে আরিয়ানের পাশাপাশি তাঁদেরও জন্মদিন এই সময়ে। তবে ২ অক্টোবর ছেলে আরিয়ান মাদক মামলায় ধরা পড়ার পরই বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান ও গৌরী খানের জীবনের সমস্ত উৎসবের রং ফিকে হয়ে গেছে। কবে সেই রং ফের ঝলমল হবে সেটাই এখন দেখার।
৮ অক্টোবর ছিল গৌরীর জন্মদিন। শাহরুখকে বিয়ে করলেও গৌরীদের সংসারে সর্বধর্মের সমন্বয় ছিল। মান্নাত-এ তাই ঈদ বা পূজা দুটিই পালিত হয় সাড়ম্বরে। উৎসবের ঘনঘটা থাকে প্রতিবছর। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে হয় শাহরুখ-গৌরীর। এ বছর বিদেশে বিবাহবার্ষিকী কাটানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সব ভেস্তে গিয়েছে। গৌরী প্রায় রোজই দৌড়াচ্ছেন ছেলের জামিনের জন্য। চেষ্টা চালাচ্ছেন শাহরুখও।
১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম শাহরুখের। প্রতিবছর মুম্বাইয়ের সাংবাদিকদের ডেকে দিনটি পালন করেন তিনি। গতবার কোভিডের জন্য হয়নি। এবারও জন্মদিন যে ঘটা করে পালিত হবে না, সেটা বুঝে গিয়েছেন মুম্বাইয়ের সাংবাদিকেরা।
শাহরুখের জন্মদিনের মাত্র ১১ দিন পর আরিয়ানের জন্মদিন। ১৩ নভেম্বর। ১৯৯৭ সালের ১৩ নভেম্বর জন্মেছিলেন আরিয়ান। এখন দেখার আগামী ১৩ নভেম্বরের আগে মান্নাত-এ পৌঁছতে পারেন কি না, শাহরুখপুত্র।
চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না শাহরুখ-গৌরী। আইনজীবীরাও লড়াই করছেন। গোটা বলিউড তাঁদের পাশে। মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকারও শাহরুখপুত্রের প্রতি সদয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বলিউড তারকার ছেলেকে ছাড়তে নারাজ। অভিযোগ আর পাল্টা অভিযোগে মান্নাত-এর নবরাত্রি-ঈদ-দেয়ালি কিংবা জন্মদিন-বিবাহবার্ষিকী সবই স্তব্ধ হয়ে আছে।
উৎসবের সুর গ্রাস করেছে অশান্তির কালো মেঘ। আরিয়ানের জামিনই দিতে পারে সেই মেঘ থেকে মুক্তি। বিবাহবার্ষিকীতেও এটাই প্রার্থণা শাহরুখ-গৌরীর। তাঁদের পেশাদার জীবনের চরম সাফল্য থমকে আছে সন্তানের বিরুদ্ধে ওঠা অভিযোগে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৮ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৫ দিন আগে