Ajker Patrika

আরিয়ানের জামিন বন্ডে সই করলেন জুহি চাওলা

আরিয়ানের জামিন বন্ডে সই করলেন জুহি চাওলা

শাহরুখ খানের বহু সিনেমায় সহ-অভিনেতা ছিলেন জুহি চাওলা। আজও তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। আরিয়ান খানের কারামুক্তিতে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তিনি। 

আজ শুক্রবার জুহি মুম্বাই সেশন কোর্টে নিজে গিয়ে আরিয়ানের মুক্তির জন্য ১ লাখ রুপির জামিন বন্ডে স্বাক্ষর করেছেন। অর্থাৎ আরিয়ান খান এই পরিমাণ অর্থ দিতে ব্যর্থ হলে সেই দায়ভার নেবেন তিনি। 

জামিনে মুক্তির আগে নথিপত্র প্রস্তুত করে আদালত থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে পৌঁছানোর আগে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই কারাগারেই ২২ দিন কাটালেন শাহরুখপুত্র। 

বন্ডে সই করার পর জুহি চাওলা আদালতের স্টাফদের অনুরোধে সেলফিও তুলেছেন। সেখানে সাংবাদিকদের জুহি বলেন, আসল কথা হলো-ছেলে ঘরে ফিরবে। এটাই বড় শান্তি। 

জুহি চাওলার বর্তমান বয়স ৫৩ বছর। তিনি শাহরুখ খানের সহঅভিনেতা হিসেবে বেশ সফল। তাঁদের দুজনের বহু সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে। পরে তাঁরা দুজনে আইপিলে কলকাতা নাইট রাইডার্স টিমের মালিকও হয়েছেন। 

সম্প্রতি আইপিএল নিলামে জুহি চাওলার মেয়ে জাহ্নবির সঙ্গে ছিলেন আরিয়ান খানও। 

গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানসহ ১০ জনকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এরপর থেকে তিনি জেলে রয়েছেন। প্রমোদতরী থেকে মাদক উদ্ধারের মামলায় আরিয়ান এক নম্বর আসামি। এই মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এই মামলাকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ভারত। কাছে মাদক না থাকার পরও আরিয়ান খানকে এভাবে আসামি করা এবং দুইবার জামিন নামঞ্জুর করে জেলে আটকে রাখা কতোটা আইনসিদ্ধ এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এনসিবি আদালতে দাবি করেছে, আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা না হলেও তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক কারবারের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। 

আরিয়ান খানের আইনজীবী দলে রয়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতজি। তিনি বলছেন, শুধু হোয়াটস অ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে পুরো মামলাটি সাজানো হয়েছে। সেই কথোপকথনগুলো বেশ পুরোনো এবং এই মামলার সঙ্গে অপ্রাসঙ্গিক। 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আরিয়ান খানসহ চারজন। আজ বিকেলেই তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নথিপত্র সময়মতো কারাগারে না পৌঁছানোর কারণে তাঁকে আজকের রাতটি কারাগারেই কাটাতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত