Ajker Patrika

কৃষিজমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৬
কৃষিজমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন। এ ছাড়া অবৈধ খননযন্ত্র ও প্লাস্টিকের পাইপসহ সব সরঞ্জাম জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ইব্রাহিমপুরে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় বাছির মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আরেক জায়গায় খননযন্ত্রের সঙ্গে কাউকে পাওয়া যায়নি। তবে মাটি উত্তোলনের সব সরঞ্জাম জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন বলেন, উভয় স্থানের মাটি কাটার সব সরঞ্জাম (ড্রেজার মেশিন ও পাইপ) স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। আটক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে নবীনগর থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত