Ajker Patrika

পারিবারিক বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৯: ১৯
পারিবারিক বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের আক্তার হোসেনের পরিবারের সঙ্গে কিরন মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এর জের ধরে কিরন মিয়ার ছেলে আকাশের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আক্তার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আক্তারের বড় ভাই আরজু মিয়া, তাঁর মা জয়নব বিবি ও বোন হাসিনাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আক্তার হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আক্তার হোসেন বলেন, ‘কিরন মিয়ার ছেলে আকাশ ও তার সহযোগীরা আমার মা ও ভাই-বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিরন মিয়ার ছেলে আকাশ বলেন, দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে একটি পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত