মনজুর রহমান, লালমোহন (ভোলা)
ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নে মৎস্য অফিসের সহযোগিতায় কামারের খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে ধলিগৌরনগর ইউপি চেয়ারম্যানের ভাই মো. আলমগীরসহ ১১ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তবুও বন্ধ হয়নি মাছ চাষ।
উপজেলা মৎস্য অফিস বলছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) খালে বাঁধ দিয়ে মাছ চাষের অনুমতি দিয়েছেন। এ কারণে মৎস্য অফিসের কিছুই করার নেই বলে দাবি তাঁদের।
সূত্রে জানা গেছে, উপজেলার মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস কামারের খালে মাছ চাষ প্রকল্পের কাজ জরিপ করতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় মৎস্য কর্মকর্তার সঙ্গে স্থানীয়দের বাগ্বিতণ্ডা হয়। স্থানীয়দের বাধার মুখেও মৎস্য কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে খালে মাছ চাষের জন্য প্রকল্প অনুমোদন করেন। বাধ্য হয়ে ৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার পর ভেকু দিয়ে মাটি কেটে দ্রুত খালে বাঁধ দেওয়ার কাজ শেষ করে চেয়ারম্যানের ভাই ও তাঁদের গং। এতে সহযোগিতা করে উপজেলা মৎস্য অফিস। কাজ বন্ধ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ২৪ এপ্রিল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তাতেও খালে বাঁধ দেওয়া বন্ধ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, খালে অনেক আগ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু লোহার জাল দিয়ে মাছ চাষ করেন। তবে এ বছর খালে ভেকু মেশিনে মাটি কেটে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়।
মৎস্য অফিস অনৈতিকভাবে চেয়ারম্যানের ভাই মো. আলমগীর, সফিউল্যাহসহ মোট ১১ জনকে মাছ চাষ প্রকল্পের অনুমোদন দেয়। তবে এ প্রকল্পের অনেক সদস্য জানেন না, তাঁরা প্রকল্পের সুবিধাভোগী। নিয়ম অনুযায়ী বদ্ধ খালের দুপাড়ের বাসিন্দাদেরও নিয়ে সমিতি করার কথা। তবে এখানে সে নিয়ম না মেনে প্রবহমান খালে বাঁধ দিয়ে মাছ চাষের প্রকল্প নেওয়া হয়েছে।
খালে মাছ চাষের ব্যাপারে প্রকল্পের প্রধান মো. আলমগীর বলেন, ‘৩০ বছর ধরে এ খালে মাছ চাষ করছি। এটা বৈধ না অবৈধ তা জানি না। এটা নিয়ে লিখলেও আমাদের কিছু হবে না। অনেকেই লেখেন, আপনারাও লেখিবেন। বাকি কথা সামনাসামনি বলব।’
প্রবহমান খালে প্রকল্প বাস্তবায়ন করার ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, ‘এখানে মাছ চাষ প্রকল্পের জন্য অনাপত্তি দিয়েছেন ইউএনও এবং এসিল্যান্ড। এখানে আমার কিছু করার নেই।’
তবে কিছু করার না থাকলে এ প্রকল্পের জন্য মৎস্য অফিস কীভাবে টাকা দিচ্ছে, এমন প্রশ্নের উত্তর না দিয়ে জেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
বিষয়টি নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘উপজেলা মৎস্য অফিস এসব প্রকল্প বাস্তবায়ন করে। তবে নিয়ম না মেনে যদি এমন কোনো প্রকল্প উপজেলা মৎস্য অফিস প্রবহমান খালে বাস্তবায়ন করে, তাহলে আমরা কখনো এ প্রকল্পের অনুমোদন দেব না। বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, ‘এলাকাবাসী প্রকল্পের বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
এদিকে খালে পানিপ্রবাহ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্ক্ষা করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা মো. কামাল বলেন, ‘কামারের খালে বাঁধ দেওয়ার কারণে বর্ষার সময় এ এলাকায় জলাবদ্ধতা হবে। খেতের ফসল নষ্ট হবে। আর বরি মৌসুমে পানির অভাবে কৃষিতে সেচ দেওয়া সম্ভব হবে না। এতে কৃষিকাজ ব্যাহত হবে। আমরা প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে শুকনোর মৌসুমে সেচ ব্যবস্থার মাধ্যমে বোরো ও ইরি চাষ সম্ভব হয়নি। তাই দ্রুত খাল দখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নে মৎস্য অফিসের সহযোগিতায় কামারের খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে ধলিগৌরনগর ইউপি চেয়ারম্যানের ভাই মো. আলমগীরসহ ১১ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তবুও বন্ধ হয়নি মাছ চাষ।
উপজেলা মৎস্য অফিস বলছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) খালে বাঁধ দিয়ে মাছ চাষের অনুমতি দিয়েছেন। এ কারণে মৎস্য অফিসের কিছুই করার নেই বলে দাবি তাঁদের।
সূত্রে জানা গেছে, উপজেলার মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস কামারের খালে মাছ চাষ প্রকল্পের কাজ জরিপ করতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় মৎস্য কর্মকর্তার সঙ্গে স্থানীয়দের বাগ্বিতণ্ডা হয়। স্থানীয়দের বাধার মুখেও মৎস্য কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে খালে মাছ চাষের জন্য প্রকল্প অনুমোদন করেন। বাধ্য হয়ে ৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার পর ভেকু দিয়ে মাটি কেটে দ্রুত খালে বাঁধ দেওয়ার কাজ শেষ করে চেয়ারম্যানের ভাই ও তাঁদের গং। এতে সহযোগিতা করে উপজেলা মৎস্য অফিস। কাজ বন্ধ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ২৪ এপ্রিল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তাতেও খালে বাঁধ দেওয়া বন্ধ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, খালে অনেক আগ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু লোহার জাল দিয়ে মাছ চাষ করেন। তবে এ বছর খালে ভেকু মেশিনে মাটি কেটে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়।
মৎস্য অফিস অনৈতিকভাবে চেয়ারম্যানের ভাই মো. আলমগীর, সফিউল্যাহসহ মোট ১১ জনকে মাছ চাষ প্রকল্পের অনুমোদন দেয়। তবে এ প্রকল্পের অনেক সদস্য জানেন না, তাঁরা প্রকল্পের সুবিধাভোগী। নিয়ম অনুযায়ী বদ্ধ খালের দুপাড়ের বাসিন্দাদেরও নিয়ে সমিতি করার কথা। তবে এখানে সে নিয়ম না মেনে প্রবহমান খালে বাঁধ দিয়ে মাছ চাষের প্রকল্প নেওয়া হয়েছে।
খালে মাছ চাষের ব্যাপারে প্রকল্পের প্রধান মো. আলমগীর বলেন, ‘৩০ বছর ধরে এ খালে মাছ চাষ করছি। এটা বৈধ না অবৈধ তা জানি না। এটা নিয়ে লিখলেও আমাদের কিছু হবে না। অনেকেই লেখেন, আপনারাও লেখিবেন। বাকি কথা সামনাসামনি বলব।’
প্রবহমান খালে প্রকল্প বাস্তবায়ন করার ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, ‘এখানে মাছ চাষ প্রকল্পের জন্য অনাপত্তি দিয়েছেন ইউএনও এবং এসিল্যান্ড। এখানে আমার কিছু করার নেই।’
তবে কিছু করার না থাকলে এ প্রকল্পের জন্য মৎস্য অফিস কীভাবে টাকা দিচ্ছে, এমন প্রশ্নের উত্তর না দিয়ে জেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
বিষয়টি নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘উপজেলা মৎস্য অফিস এসব প্রকল্প বাস্তবায়ন করে। তবে নিয়ম না মেনে যদি এমন কোনো প্রকল্প উপজেলা মৎস্য অফিস প্রবহমান খালে বাস্তবায়ন করে, তাহলে আমরা কখনো এ প্রকল্পের অনুমোদন দেব না। বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, ‘এলাকাবাসী প্রকল্পের বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
এদিকে খালে পানিপ্রবাহ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্ক্ষা করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা মো. কামাল বলেন, ‘কামারের খালে বাঁধ দেওয়ার কারণে বর্ষার সময় এ এলাকায় জলাবদ্ধতা হবে। খেতের ফসল নষ্ট হবে। আর বরি মৌসুমে পানির অভাবে কৃষিতে সেচ দেওয়া সম্ভব হবে না। এতে কৃষিকাজ ব্যাহত হবে। আমরা প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে শুকনোর মৌসুমে সেচ ব্যবস্থার মাধ্যমে বোরো ও ইরি চাষ সম্ভব হয়নি। তাই দ্রুত খাল দখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫