Ajker Patrika

দুই দিনে ৫৬ হাজার মিটার জাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি
দুই দিনে ৫৬ হাজার মিটার জাল জব্দ

বাগেরহাটে দুই দিনে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে। ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন নদী ও পশুর চ্যানেলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দ জালের মধ্যে বেহুন্দি, কারেন্ট জাল, চায়না দুয়ারি, চর ঘেরা, ছান্দি ও নেট জাল রয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, মা ইলিশ রক্ষার এই অভিযান শতভাগ সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কোস্টগার্ড, নৌবাহিনী, উপজেলা-জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। শুক্র ও শনিবার ঘষিয়াখালি চ্যানেল, বলেশ্বর, পানগুছি, মধুমতী, দড়াটানা ও পশুর নদে অভিযান চালিয়ে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে।

এ সময় কোনো জেলে বা জালের মালিককে পাওয়া যায়নি। মা ইলিশ রক্ষায় শেষ দিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ৭ অক্টোবর প্রথম প্রহর থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত