Ajker Patrika

পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বাসাইল প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৭
পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বাসাইলে রাতের আঁধারে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার ফুলকী ইউনিয়নের তিরঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামের কয়েকজন উদ্যোক্তা দেলোয়ার, বাবুল, জামিল, রবিন, রুমেল ও আজমত মিলে যৌথভাবে তিরঞ্চ পশ্চিমপাড়ায় একটি পুকুরে মাছ চাষ করেন। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘোচানোর। কিন্তু দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষাক্ত গ্যাস ট্যাবলেটে ভেঙে গেল সেই স্বপ্ন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবিন মিয়া ও জামিল হোসেন বলেন, ‘আমরা ৬ জন উদ্যোক্তা মিলে ২০ শতাংশ পুকুরসহ ৭০ শতাংশ জমি লিজ নিয়ে ২ বছর ধরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ করছি। ঘটনার রাতেও ৯টার দিকে পুকুরে মাছের খাবার দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ি। ভোরে পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে। কিছু মাছ তুলে বাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকি মাছ বিক্রির উপযুক্ত না হওয়ায় নিজেরা ভাগাভাগি করে নিয়েছি।’

ক্ষতিগ্রস্ত দেলোয়ার ও বাবুল মিয়া বলেন, ‘আমাদের পুকুরে দেশীয় রুই, কাতলা, মৃগেল, কার্প, গ্রাসকার্পসহ নানা মাছ ছিল। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে সব মিলিয়ে প্রায় ৬০ হাজার টাকার মাছ নিধন করেছে। এ বিষয়ে আইনের আশ্রয় নেব।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের কোনো অভিযোগ এখনো কেউ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত