Ajker Patrika

মেঘনা-তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
মেঘনা-তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার। মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য সরকার ২২ দিনের জন্য ইলিশ শিকার নিষিদ্ধ ঘোষণা করলেও মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অনেক জেলেই তা মানছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনে প্রায় ২৫ হাজার জেলের মধ্যে নিবন্ধিত ১৯ হাজার ৮৪ জন। তাঁরা তেঁতুলিয়া ও মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞাকালে সরকার এসব জেলের মধ্যে চাল বিতরণ করলেও অনেক জেলে মাছ শিকার করছেন।

গত শুক্রবার ও শনিবার গিয়ে দেখা যায়, মামুনের খাল মাছঘাট এলাকা, আলম চৌধুরী মাছঘাট এলাকা ও দরুন বাজার মাছঘাট এলাকায় শতাধিক জেলে নৌকা মাছ শিকার করছে।  হাকিমুদ্দিন মাছঘাট এলাকার এক জেলে বলেন, ‘নদীতে তো এহন অনেক মাছ, মনে হয় পানিতে নামলেই মাছ ধরি।’

বোরহানউদ্দিন নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ পর্যন্ত মাছ শিকারের দায়ে ২২ জন জেলের নামে মামলা হয়েছে।

বোরহানউদ্দিনের ইউএনও মুন্নী ইসলাম বলেন, জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। 
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, অধিকাংশ জেলেই ইলিশ শিকার থেকে বিরত রয়েছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত