Ajker Patrika

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি
শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবানে একটি ছেলেশিশুকে ধর্ষণের (বলাৎকার) মামলায় শরিফুল ইসলাম (২০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার ১ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‍্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক গতকাল সোমবার দুপুরে এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে বান্দরবান কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের পর থেকে শরিফুল এ কারাগারেই আছেন। বিচারক রায়ে বলেন, রায় ঘোষণার আগ থেকে আসামি শরিফুল যে কদিন কারাগারে আছেন, সেটা যাবজ্জীবনের হিসাব থেকে বাদ যাবে।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বাসিং থোয়াই মারমা এ তথ্য নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো. শরিফুল ইসলাম বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষং ইউনিয়নের সিরাজ কারবারিপাড়ার বাসিন্দা। ২০১৯ সালের ১৪ আগস্ট বিকেলে তিন বছরের ছেলেশিশুকে বলাৎকার করেন তিনি। পরে শরিফুল পালিয়ে যাওয়ার সময় শিশুর মা দেখে ফেলেন। ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় আলীকদম থানা-পুলিশ শরিফুলকে আটক করে। পরে শিশুটির বাবা বাদী হয়ে আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শরিফুল ইসলামকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ আটক শরিফুলকে গ্রেপ্তার দেখিয়ে বান্দরবান কারাগারে পাঠায়। সেই থেকে শরিফুল কারাগারেই রয়েছেন।

পিপি বাসিং থোয়াই মারমা বলেন, ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গতকাল শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত