নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় সামরিক বাহিনীর বিমান হামলার পাল্টা জবাবে কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছে দস্যুরা। এতে দুই শতাধিক গ্রামবাসী নিহত হয়েছেন। গত শনিবার এ তথ্য জানিয়েছেন স্থানীয়রা।
তবে কর্তৃপক্ষ বলছে, ৫৮ জন মারা গেছেন। চলতি সপ্তাহে আস্তানায় বিমান হামলা চালানোর জবাবে এ তাণ্ডব চালায় বন্দুকধারী দস্যুরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত শনিবার সামরিক বাহিনী এলাকার দখল নেওয়ার পর নিজেদের গ্রামে ফিরে আসেন সবাই। এরপর নিহতদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। স্ত্রী এবং সন্তান হারানো উমারু মাকেরি জানান, এ হামলার পর ১৫৪ জনের দাফন দেখেছেন তিনি। এর মধ্যে গ্রামের নিরাপত্তার জন্য নিয়োজিত বেশ কিছু সদস্যও রয়েছেন। তবে অনেকেই বলছেন, নিহতের সংখ্যা দুই শতাধিক। এর আগে গত শুক্রবার জানা যায়, ৩০ জন মারা গেছেন।
গত সপ্তাহের সোমবার জামফারার গুসামি জঙ্গল এবং তাম্রি গ্রামে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে দুই নেতাসহ শতাধিক ‘দস্যু’ নিহত হয়েছেন বলে এক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। এর পরদিন মঙ্গলবার মোটরসাইকেলে করে ৩০০ বন্দুকধারী আটটি গ্রামে ঢুকে নির্বিচারে গুলি করে। নিজেদের আস্তানায় হামলার জবাব দিতে এ তাণ্ডব চালানো হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
২০২০ থেকেই নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ দেশটির সরকার। একের পর এক হামলা হচ্ছে। তবে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করা অপরাধী চক্রকে শনাক্ত করে নির্মূল করতে সামরিক বাহিনীকে আরও সুসজ্জিত করা হয়েছে। সরকার সন্ত্রাস নির্মূলে পিছপা হবে না।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় সামরিক বাহিনীর বিমান হামলার পাল্টা জবাবে কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছে দস্যুরা। এতে দুই শতাধিক গ্রামবাসী নিহত হয়েছেন। গত শনিবার এ তথ্য জানিয়েছেন স্থানীয়রা।
তবে কর্তৃপক্ষ বলছে, ৫৮ জন মারা গেছেন। চলতি সপ্তাহে আস্তানায় বিমান হামলা চালানোর জবাবে এ তাণ্ডব চালায় বন্দুকধারী দস্যুরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত শনিবার সামরিক বাহিনী এলাকার দখল নেওয়ার পর নিজেদের গ্রামে ফিরে আসেন সবাই। এরপর নিহতদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। স্ত্রী এবং সন্তান হারানো উমারু মাকেরি জানান, এ হামলার পর ১৫৪ জনের দাফন দেখেছেন তিনি। এর মধ্যে গ্রামের নিরাপত্তার জন্য নিয়োজিত বেশ কিছু সদস্যও রয়েছেন। তবে অনেকেই বলছেন, নিহতের সংখ্যা দুই শতাধিক। এর আগে গত শুক্রবার জানা যায়, ৩০ জন মারা গেছেন।
গত সপ্তাহের সোমবার জামফারার গুসামি জঙ্গল এবং তাম্রি গ্রামে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে দুই নেতাসহ শতাধিক ‘দস্যু’ নিহত হয়েছেন বলে এক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। এর পরদিন মঙ্গলবার মোটরসাইকেলে করে ৩০০ বন্দুকধারী আটটি গ্রামে ঢুকে নির্বিচারে গুলি করে। নিজেদের আস্তানায় হামলার জবাব দিতে এ তাণ্ডব চালানো হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
২০২০ থেকেই নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ দেশটির সরকার। একের পর এক হামলা হচ্ছে। তবে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করা অপরাধী চক্রকে শনাক্ত করে নির্মূল করতে সামরিক বাহিনীকে আরও সুসজ্জিত করা হয়েছে। সরকার সন্ত্রাস নির্মূলে পিছপা হবে না।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫