ভাত দেওয়ার নাম নাই, কিল মারার গোঁসাই: পরিকল্পনামন্ত্রী
স্বাধীন দেশে বিবাদ ভালো নয়। একটি মহল রয়েছে, তারা শুধু বিবাদ সৃষ্টি করে। এরা থাকে অন্য দেশে, আর মারামারি লাগায় আমাদের এই স্বাধীন দেশে। ভাত দেওয়ার নাম নাই, কিল মারার গোঁসাই। ১৫ বছর ধরে তারা জনগণের পাশে নেই। দেশে আসে না অথচ টেলিফোনে ক্ষমতায় বসতে চায়...