Ajker Patrika

বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৩, ১৯: ২৪
বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক আমরা চাই। তবে কেউ যদি অংশ না নেয়, নির্বাচন আটকে থাকবে না।’ 

আজ রোববার সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপকারভোগীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

মন্ত্রী বলেন, ‘বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। একটি দলের দেশের জনগণের প্রতি আস্থা নেই। তারা বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায়।’ 

এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের দল আওয়ামী লীগ আর তাঁদের নেতা শেখ হাসিনা।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংকার শাহাদাৎ মান্নান অভি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ। পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপন। 

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী উপজেলার ৩৭১ জন উপকারভোগীদের মধ্যে অনুদানের নগদ ৪ লাখ ৭৩ হাজার ২৫ টাকা বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত