লাখ লাখ মানুষ তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা অভাব, দারিদ্র্য। লাখ লাখ মানুষ এখনো তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না। এখনো লক্ষ-কোটি মানুষের মাথার ওপরে ছাদ নাই, চাল নাই, ঢাকনা নাই। গ্রামের মা-বোনেরা খাওয়া পানি পায় না। পরিষ্কার পায়খানার ব্যবস্থা ব্যবস্থা নাই।