Ajker Patrika

কিশোরকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মামা আটক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৩, ১৫: ৫৮
কিশোরকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মামা আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান বিক্রি করাকে কেন্দ্র করে এক কিশোর খুন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরের মামাকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাইড় গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন—আজিদ আলী (২৬)। তিনি ওই গ্রামের মাহির উল্লাহর ছেলে। 

নিহত কিশোরের নাম মোক্তার মিয়া (১৫)। সে সিলেটের ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত মোক্তার মিয়া ছোটবেলা থেকে কাঁঠালখাইড় গ্রামে তার নানাবাড়িতে থাকত। গত শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে তার আপন মামা আজিদ আলী সঙ্গে মনোমালিন্য হয়। এরই জেরে রোববার বেলা ১১টার দিকে তাঁদের বাড়ির পুকুরঘাটে মোক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আজিদ। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন মোক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক আজিদ আলীকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিস্তারিত পরে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত