Ajker Patrika

টিনের চালার বৃষ্টির পানি পড়া নিয়ে মারামারি, আহত ৪ 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ২০: ৩১
টিনের চালার বৃষ্টির পানি পড়া নিয়ে মারামারি, আহত ৪ 

সুনামগঞ্জের জগন্নাথপুরে টিনের চালার বৃষ্টির পানি বারান্দায় পড়া নিয়ে দুই পক্ষের মারামারিতে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন আটঘর গ্রামের রহিমা বেগম (৪৫), আলাউদ্দিন আল-আজাদ (২৬), ইউসুফ (৩২) হারুন মিয়া (১৮। এর মধ্যে আলাউদ্দিন আল-আজাদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেননি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাতে বসত ঘরের টিনের চালার বৃষ্টির পানি বারান্দায় পড়াকে কেন্দ্র করে আটঘর গ্রামের আছমত উল্লাহ স্ত্রীর রহিমার সঙ্গে পাশের ঘরের মোক্তার মিয়ার ছেলে ইউসুফ মিয়ার কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায় দুই পরিবারের লোকজন মারামারিতে লিপ্ত হন। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক আলাউদ্দিন আল-আজাদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত