ট্রেড ইউনিয়ন করেন নেতা চাকরি হারান শ্রমিক
আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন শ্রমিক হালিম। হঠাৎ একদিন শুনতে পান তাঁর চাকরি নেই। তাঁর অপরাধ, ট্রেড ইউনিয়নের জন্য জমা দেওয়া তালিকায় তাঁর নাম আছে। অথচ যে অপরাধে হালিমের চাকরি গেল, তার কিছুই জানতেন না এই শ্রমিক।