Ajker Patrika

আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ১ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১২: ৪৮
আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ১ 

সাভারের আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় মো. রুহুল আমিন (৬০) নামে এক পত্রিকার হকার নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন টাঙ্গাইল জেলা সদর থানার বাসিন্দা। তিনি পল্লিবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় থেকে ঢাকা সংবাদপত্র হকার'স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবীনগর সেন্টারের মাধ্যমে প্রায় ৩৫ বছর ধরে হকারের কাজ করতেন। 

পত্রিকার হকার নিহতের ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়।এ বিষয়ে সাভার হাইওয়ে পুলিশ জানান, আজ সকালে নবীনগর এলাকার স্মৃতিসৌধের ভেতরে পত্রিকা দিতে যাচ্ছিলেন রহুল আমিন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক পার হতে গেলে মানিকগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বলেন, মূলত সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

উপপরিদর্শক আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত