সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্পপুলিশের দুই সদস্যকে মারধর করেছেন বালুশ্রমিকেরা। গুরুতর আহত এক পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযুক্ত বালুশ্রমিক জুয়েল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ। গত সোমবার বিকেলে সাভারের পঞ্চবটির বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
জুয়েল পিরোজপুরের নেছারাবাদ থানার জিলবাড়ি গ্রামের খালেক মিয়ার ছেলে। মামলার অন্য আসামিরা হলেন রুবেল (৩০), কালাম মিয়া (২০), মোহাম্মদ আলী (৩৫), ইলিয়াস মিয়া (৩৫), কবির (২৫), সজল (২৪), তোতা (৩৫), ফয়সাল (৩০), লোকমান (৩৫) ও লাল্টু মিয়া (৪৫)। তাঁরা সবাই বিরুলিয়া এলাকার লাল্টু মিয়ার বালুর ড্রেজারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু করে অভিযুক্তরা। পরবর্তীকালে অভিযুক্তদের বিতর্ক থামানোর চেষ্টা করে শিল্পাঞ্চল পুলিশ-১-এর দুই কনস্টেবল। এ দুই পুলিশ সদস্য সাদা পোশাকে থাকায় তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করেন। পরিচয় জানতে পেরে পুলিশদের অকথ্য ভাষায় গালাগালি করেন অভিযুক্তরা।
পরে দোকানের পাশে থাকা বাঁশ ও কাঠ দিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন বালুশ্রমিকেরা। এ সময় জুয়েলের লাঠির আঘাতে পুলিশ সদস্য নূর হোসেনের মাথা ফেটে যায়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাভার মডেল থানায় মামলা করেন অপর পুলিশ কনস্টেবল সৌরভ কুমার।
সাভার থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সোমবার রাতে অভিযান চালিয়ে মূল আসামি জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্পপুলিশের দুই সদস্যকে মারধর করেছেন বালুশ্রমিকেরা। গুরুতর আহত এক পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযুক্ত বালুশ্রমিক জুয়েল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ। গত সোমবার বিকেলে সাভারের পঞ্চবটির বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
জুয়েল পিরোজপুরের নেছারাবাদ থানার জিলবাড়ি গ্রামের খালেক মিয়ার ছেলে। মামলার অন্য আসামিরা হলেন রুবেল (৩০), কালাম মিয়া (২০), মোহাম্মদ আলী (৩৫), ইলিয়াস মিয়া (৩৫), কবির (২৫), সজল (২৪), তোতা (৩৫), ফয়সাল (৩০), লোকমান (৩৫) ও লাল্টু মিয়া (৪৫)। তাঁরা সবাই বিরুলিয়া এলাকার লাল্টু মিয়ার বালুর ড্রেজারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু করে অভিযুক্তরা। পরবর্তীকালে অভিযুক্তদের বিতর্ক থামানোর চেষ্টা করে শিল্পাঞ্চল পুলিশ-১-এর দুই কনস্টেবল। এ দুই পুলিশ সদস্য সাদা পোশাকে থাকায় তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করেন। পরিচয় জানতে পেরে পুলিশদের অকথ্য ভাষায় গালাগালি করেন অভিযুক্তরা।
পরে দোকানের পাশে থাকা বাঁশ ও কাঠ দিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন বালুশ্রমিকেরা। এ সময় জুয়েলের লাঠির আঘাতে পুলিশ সদস্য নূর হোসেনের মাথা ফেটে যায়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাভার মডেল থানায় মামলা করেন অপর পুলিশ কনস্টেবল সৌরভ কুমার।
সাভার থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সোমবার রাতে অভিযান চালিয়ে মূল আসামি জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫