Ajker Patrika

চাঁদাবাজির মামলায় ২ জন গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৪৮
চাঁদাবাজির মামলায় ২ জন গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার সকালে তাঁদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা মিনহাজুল ইসলাম নামের এক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তমিজ উদ্দিন ও মো. দুলাল। তাঁরা আশুলিয়ায় ভাড়া থাকেন। মুকুল ও মোফাজ্জল নামে আরও দুই আসামি পলাতক আছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, চাঁদাবাজির মামলায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত