রংপুরে বিনা মূল্যে ধান কাটতে কৃষক লীগের হটলাইন
ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তোলা নিয়ে কৃষকেরা যখন শঙ্কায়, ঠিক তখনই হটলাইন সেবা চালু করেছে রংপুর মহানগর কৃষক লীগ। আর এই হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দিলেন সরকারদলীয় সংগঠনটির নেতা-কর্মীরা।