চিনির দাম আর বাড়বে না: রংপুরে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের দামের কারণে চিনির দাম বেড়েছে। আমরা ভারত থেকেও চিনি আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির ওপর দামের প্রভাব পড়েছে। বর্তমানে ডলারের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। চিনির সবটুকু আমাদের আমদানি করতে হয়। আমি মনে করি চিনির দাম আর বাড়বে না।