পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বিএনপি-জামায়াতের হরতাল চলার সময় গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে থানায় ৮৩ জনের নামে ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে এই মামলা করা হয়।
আজ বুধবার দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।’
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রংপুর-ঢাকা উপজেলার জুনদহ এলাকায় গাড়ি ভাঙচুরের এই ঘটনা ঘটে। পিকেটাররা একটি যাত্রীবাহী বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ডাম্পট্রাক ভাঙচুর করেন। এ সময় বিএনপি-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী। দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালান পিকেটাররা। এরপর রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ডাম্প ট্রাকে ভাঙচুর চালান তাঁরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইটপাটকেলের জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান স্থানীয় লোকজন।
বিএনপি-জামায়াতের হরতাল চলার সময় গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে থানায় ৮৩ জনের নামে ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে এই মামলা করা হয়।
আজ বুধবার দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।’
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রংপুর-ঢাকা উপজেলার জুনদহ এলাকায় গাড়ি ভাঙচুরের এই ঘটনা ঘটে। পিকেটাররা একটি যাত্রীবাহী বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ডাম্পট্রাক ভাঙচুর করেন। এ সময় বিএনপি-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী। দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালান পিকেটাররা। এরপর রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ডাম্প ট্রাকে ভাঙচুর চালান তাঁরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইটপাটকেলের জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান স্থানীয় লোকজন।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে