Ajker Patrika

বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বৃদ্ধ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বৃদ্ধ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এফাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, অপর মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার পাঠনচড়া বাজার সংলগ্ন সুইচগেট আঞ্চলিক রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এফাজ উদ্দিন কাটলা ময়ামারি গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন বাবু বলেন, আজ সকালে এফাজ উদ্দিন তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকা ফেরদৌসী বেগমকে ভাইগড় (নিশিবাপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলের আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বেলা ১১টার দিকে এফাজ উদ্দিনকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এফাজ উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে আহতদের মধ্যে নায়েব উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজনকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত