পাটগ্রামে ভাতা পেতে ভোগান্তি, টাকা যাচ্ছে অন্য নম্বরে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাতা পেতে ভোগান্তিতে পড়ছেন সুবিধাভোগীরা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ভোগীরা নানা অভিযোগ করছেন। অনেকের বিকাশ নম্বর সঠিক থাকলেও টাকা পাচ্ছেন না তাঁরা। টাকা যাচ্ছে অন্য নম্বরে। উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়েও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।