Ajker Patrika

শিশুদের জন্য নেই বিনোদনের জায়গা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ১৫
শিশুদের জন্য নেই বিনোদনের জায়গা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য নির্ধারিত কোনো জায়গা নেই। শিশুদের মননশীলতা বিকাশে সুযোগ-সুবিধা না থাকায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা।

উপজেলার বিভিন্ন চাকরিজীবী বাবা-মা সাপ্তাহিক ছুটিতে শিশুদের নিয়ে বেরোতে না পেরে বাড়িতেই সময় কাটাতে হচ্ছে। পাটগ্রাম পৌরসভা হলো প্রথম শ্রেণির, তাই উপজেলায় সরকারিভাবে শিশুদের জন্য একটি জায়গা নির্ধারণ করে তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবার।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে ছোট্ট শিশুদের বিনোদন ও মেধা বিকাশে নির্দিষ্ট শিশু উদ্যান বা পার্ক নির্মাণ করা হয়। বিনোদনের জন্য বেঞ্চ, খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম, দোলনা, চক্রাকার সিমেন্টের তৈরি রিং প্রভৃতি রাখা হয়। যেখানে বাড়ন্ত শিশুরা বিনা মূল্যে পার্ক বা উদ্যান ব্যবহার করে বিনোদনের সুযোগ পেয়ে থাকে। কিন্তু পাটগ্রাম উপজেলায় এ ধরনের কোনো স্থাপনা বা পার্ক গড়ে ওঠেনি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে একটি শিশু উদ্যান দেখা গেলেও ওইটি সর্বস্তরের শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, ‘পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য কোনো স্থান বা জায়গা নেই। একটু সময় কাটানোর মতো পরিবেশ না পেয়ে শিশুদের নিয়ে বাড়িতে থাকতে হয়।’ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অন্যান্য আক্তার বলেন, ‘মা-বাবা আমাদের নিয়ে বেড়াতে যেতে পারে না। বলে ঘোরার জায়গা নেই।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘পাটগ্রাম উপজেলায় শিশুদের বিনোদনের জন্য নির্ধারিত জায়গা না থাকা অত্যন্ত দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত