Ajker Patrika

বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহারে হুমকির অভিযোগ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৫৯
বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহারে হুমকির অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। নৌকায় ভোট না দিলে এলাকাছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন বিদ্রোহী প্রার্থীরা।

তবে এখনই উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ দিতে চাচ্ছেন না তাঁরা। হুমকি-ধমকি অব্যাহত থাকলে ২০ ডিসেম্বরের পর তাঁরা লিখিত অভিযোগ দেবেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

উপজেলার ৭ ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোট। আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে। নৌকার প্রার্থীরা শুরু করেছেন প্রচার। ওয়ার্ডে ওয়ার্ডে সভা করছেন। হাটবাজারে জনসংযোগও করছেন। তবে বিএনপি ও আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিতরা রয়েছেন চাপে। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, নৌকার প্রার্থীদের লোকজন ভয়ভীতি দেখাচ্ছেন। দিচ্ছেন হুমকি।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী বলেন, ‘নৌকার প্রার্থীর লোকজন রাতে এলাকা, এমনকি বাড়িতে এসে নৌকার বাইরে কথা বলতে নিষেধ করছেন।’

জোংড়া ইউপির স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ্ মাহমুদুন্নবী শাহীন অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ভোটারদের ভয় দেখাচ্ছেন। নির্বাচনে তাঁরাই ভোট করে নেবেন। নৌকায় ভোট না দিলে এলাকায় থাকতে পারবেন না।’

ওই ইউপির আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক কথা।’

বুড়িমারী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, ‘দিন দিন হুমকি-ধমকি বাড়ছে। বিভিন্ন এলাকায় গিয়ে নৌকার প্রার্থীর লোকজন সাধারণ ভোটারদের বলছেন, দুপুর ১২টার আগে ভোট হয়ে যাবে। নৌকা ছাড়া কথা বললে ভোটকেন্দ্রে যেতে দেবে না। পৌরসভার লোকজন ভাড়া করে ভোট করা হবে।’

বুড়িমারী ইউপির নৌকার প্রার্থী ও ইউনিয়নের সভাপতি তাহাজুল ইসলাম মিঠুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

দহগ্রাম ইউপির স্বতন্ত্র প্রার্থী ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন প্রধান বলেন, ‘আমার সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। মামলা দেবে। পুলিশ দিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’

দহগাম ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, এ ধরনের কথা বলার প্রশ্নই আসে না। এসব মিথ্যা ও ভুয়া।’ পাটগ্রামের ইউএনও সাইফুর রহমান বলেন, ‘কোনো প্রার্থী এখানো হুমকির অভিযোগ দেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত