Ajker Patrika

ধান সংগ্রহের জন্য ৭৪৬ চাষি নির্বাচিত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ১২
ধান সংগ্রহের জন্য ৭৪৬ চাষি নির্বাচিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে ৭৪৬ জন কৃষক নির্বাচন করা হয়েছে। গত বুধবার বিকেলে অভ্যন্তরীণ আমন (সিদ্ধ চাল ও ধান) সংগ্রহ ২০২১-২২ তদারকি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা সংগ্রহ ও তদারকি কমিটি এ লটারির আয়োজন করে।

অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা ২০১৭ মোতাবেক উপজেলা সংগ্রহ ও তদারকি কমিটিকে পাটগ্রাম উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার ২৩ হাজার ৯৮৪ জন কৃষকের সরবরাহ করা তালিকা থেকে উন্মুক্ত পদ্ধতিতে লটারিতে ৭৪৬ জন কৃষক নির্বাচিত করা হয়।

এবারে ২৭ টাকা কেজি দরে ১ হাজার ১১৯ মেট্রিক টন আমন ধান ও ৪০ টাকা কেজি দরে ১ হাজার ৩০৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাটগ্রাম উপজেলার সরকারি গুদামে ধান ও চাল জমা দেওয়ার শেষ তারিখ ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কালাম, উপজেলা গুদাম কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার, মিল ও চাতাল মালিক সমিতির সভাপতি এম ওয়াজেদ আলী এবং প্রধান শিক্ষক (অবসর) আব্দুল ওহাব প্রধান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত