Ajker Patrika

ওয়ার্ডের ভোটার না হয়েও প্রার্থী হওয়ার অভিযোগ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৯
ওয়ার্ডের ভোটার না হয়েও প্রার্থী হওয়ার অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের ভোটার না হয়েও ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি মতিয়ার রহমানের বিরুদ্ধে প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শেখ রাসেল ১৪ ডিসেম্বর জেলা ও ১১ ডিসেম্বর উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন—বুড়িমারী ইউপির ৪ নম্বর ওয়ার্ড থেকে ৩ নম্বর ওয়ার্ডে অনুপ্রবেশ করে মতিয়ার রহমান বুড়িমারী ইউপি নির্বাচনে সাধারণ আসনে সদস্য পদে প্রার্থী হয়েছেন।

পাটগ্রাম উপজেলার ৭ ইউপিতে পঞ্চম ধাপের নির্বাচনে ২৭ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত ও প্রকাশিত সর্বশেষ ৪ নম্বর ওয়ার্ডের ভোটারদের তালিকায় মতিয়ার রহমানের নাম রয়েছে। মতিয়ার রহমানের বসতবাড়ি, স্থাবর-অস্থাবর সম্পত্তি ৪ নম্বর ওয়ার্ডে। হঠাৎ করে বুড়িমারী ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন মতিয়ার রহমান। এতে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মতিয়ার রহমান ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি।

বুড়িমারী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের উফারমারা গ্রামের বাসিন্দা বাবলু হক বলেন, ‘৪ নম্বর ওয়ার্ডের একই এলাকায় আমার বাড়ির পাশে মতিয়ার রহমানের বাড়ি। ৩ নম্বর ওয়ার্ডে কীভাবে ভোটার বা প্রার্থী হলেন এটা জানি না।’ একই গ্রামের তমিজ উদ্দিন বলেন, ‘আগের নির্বাচনে মতিয়ার রহমানসহ ৪ নম্বর ওয়ার্ডে একসঙ্গে ভোট দিয়েছিলাম। কীভাবে প্রার্থী হয়েছে তা বলতে পারছি না।’

৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শেখ রাসেল বলেন, ‘নির্বাচন কমিশন থেকে নেওয়া সর্বশেষ ভোটার তালিকায় মতিয়ার রহমান ৪ নম্বর ওয়ার্ডের ভোটার। তাঁর বাড়িঘরও সেখানে। উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’

মতিয়ার রহমান তাঁর বসতবাড়ি ৪ নম্বর ওয়ার্ডে স্বীকার করে বলেন, ‘আমি আগে থেকে ৩ নম্বর ওয়ার্ডের ভোটার ছিলাম। আমার ভোট কে বা কারা ষড়যন্ত্র করে ৩ নম্বর থেকে কেটে ৪ নম্বর ওয়ার্ডে করে রাখে। আমি এটি সংশোধন করেছি। প্রার্থী হতে কোনো সমস্যা নাই।’

পাটগ্রাম উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সর্বশেষ ভোটার তালিকায় ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডে মতিয়ার রহমানের নাম দেখেছি। পরবর্তীতে নির্বাচন কমিশনের পাঠানো সম্পূরক তালিকায় ৩ নম্বর ওয়ার্ডে তাঁর নাম পেয়েছি। এ কারণে মতিয়ার রহমানের মনোনয়ন বৈধ। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার হতে হবে।’

অভিযোগকারী শেখ রাসেল বলেন, ‘সম্পূরক তালিকাটি রিটার্নিং কর্মকর্তার কাছে চাওয়া হলেও তিনি আমাদের দেননি। পরবর্তীতে জেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি নিয়ে অভিযোগ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত