সুন্দরগঞ্জে একুশে আগস্ট স্মরণে নানা আয়োজন
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২১ আগস্ট ২০০৪ সালের নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, পথ সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।