তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি, অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে
উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে আকস্মিক ঢুকে পড়ে বানের পানি। অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী ৬ ইউনিয়নে প্রায় অর্ধশত বসতবাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। পানির নিচে তলিয়ে গেছে প্রায় ৫০ হেক্টর জমির ফসল। ঝুঁকির মুখে পড়েছে কমিউনিটি ক্লিনিক, সড়কসহ বিভিন্ন স্থাপনা।