Ajker Patrika

শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি, ঘটনা তদন্তে কমিটি

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি, ঘটনা তদন্তে কমিটি

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি রাখার অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে ‘শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। 

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য ২ সদস্য হলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ. কে. এম হারুন-উর-রশিদ ও একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন। 

রোববার বিকেল ৪টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। তিনি বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, `আজ আমি নিজেই ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলাম। পাঠদানের শ্রেণিকক্ষটি আদর্শ শ্রেণিকক্ষ বলে মনে হয়নি আমার নিকট। কারণ আদর্শ শ্রেণি কক্ষে কখনো নলকূপ ও হ্যান্ডওয়াশ কর্নার থাকতে পারে না। সে কারণে ওই শ্রেণিকক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করি।' তবে ওই শ্রেণিকক্ষে কোনো শৌচাগার নেই বলেও জানান এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত