আতর-সুরমাতেই সংসারের চাকা
পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের পূর্ব পারুল গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৭৫)। উপজেলার বিভিন্ন হাট বাজারে ফেরি করে আঁতর, সুরমাসহ নানা ধরনের সুগন্ধি বিক্রি করেই চলে তাঁর সংসার। দীর্ঘ ৫০ বছর ধরে অন্যের শরীরে সুগন্ধি লাগিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।