তিস্তার বালুচরে ভুট্টায় বাজিমাত
রংপুর পীরগাছা উপজেলার তিস্তার বালুচরে চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও দ্বিগুণ থাকায় খুশিতে ভরে উঠেছে কৃষকের মন। গত বছর যে কৃষকেরা একরে ১১০ থেকে ১২০ মন ভুট্টা পেয়েছেন তারা এ বছর ১৮০ থেকে ১৯০ মন ভুট্টা পেয়েছেন। গত বছরের চেয়ে দামও দ্বিগুণ হওয়ায় তিস্তার বালুচরে ভুট্টায় বাজিমাত করেছেন চরে