Ajker Patrika

অধ্যাপকের বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫: ৪০
অধ্যাপকের বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ

জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও স্ত্রী-সন্তানদের হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামে অধ্যাপকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নাজমুল হক।

অভিযোগে জানা যায়, জগজীবন গ্রামের অধ্যাপক নাজমুল হক তাঁর ছোট ভাই তাজমুল হকের কাছ থেকে সম্প্রতি এক লাখ ৩০ হাজার টাকা ধার নেন। এর বিনিময়ে নাজমুল হক ছোট ভাইকে একটি জমি ছেড়ে দেন। তখন থেকে তাজমুল হক জমিটি ভোগ দখল করে আসছিলেন। কয়েক দিন আগে নাজমুল হক ধারের টাকা ফেরত দিতে চাইলেও তাজমুল হক নেননি। উল্টো বড় ভাই নাজমুল হককে মেরে ফেলার হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তাজমুল হকের নেতৃত্বে নাজমুল হকের বাড়িতে হামলা চালানো হয়। ঘটনার সময় নাজমুল হক বাড়িতে না থাকায় স্ত্রী রোকসানা আফরোজ (৪০) ও শিশু সন্তান ইলমা তাসফিয়াকে (৮) হত্যাচেষ্টা করা হয়। তাঁরা পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যান হামলাকারীরা।

সহকারী অধ্যাপক নাজমুল হক বলেন, ‘হামলাকারীরা আমাকে খুঁজছিলেন। আমি বাড়িতে না থাকায় আমার ঘরে থাকা আসবাব ভেঙে চুরমার করে। আলমারিতে রাখা নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। স্ত্রী-সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করে।’

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত তাজমুল হকের মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও এপাশ থেকে সাড়া মেলেনি তাঁর।

থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত