Ajker Patrika

আলু রপ্তানিতে শীর্ষে পীরগাছা

তাজরুল ইসলাম, পীরগাছা
আপডেট : ২১ মার্চ ২০২২, ১২: ০৪
আলু রপ্তানিতে শীর্ষে পীরগাছা

আলু চাষের জন্য প্রসিদ্ধ পীরগাছায় চলতি বছর ফসলটির বাম্পার ফলন হয়েছে। মাঠের হাসি ছড়িয়ে পড়েছে হাটে। বাজারে দাম ভালো পেয়ে খুশি উপজেলার কৃষকেরা।

রংপুর বিভাগ থেকে বিদেশে আলু রপ্তানিতে শীর্ষে রয়েছে পীরগাছা। এ বছর প্রায় ৫ হাজার মেট্রিক টন আলু নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের উপপরিচালক মোখলেছুর রহমান সম্প্রতি উপজেলার বেলতলায় বিদেশে আলু রপ্তানির উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন।

উপজেলা কৃষি অফিস জানায়, ২০২০-২১ অর্থবছরে পীরগাছায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে ২ লাখ ৮৩ হাজার ২৩৯ মেট্রিক টন আলু উৎপাদন হয়। এখান থেকে ২০২০ সালে ৪২৫ মেট্রিক টন এবং ২০২১ সালে ৬৫০ মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি করা হয়।

পীরগাছায় চলতি বছর ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে ২ লাখ ৯০ হাজার ৩৫০ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে প্রায় ৫ হাজার মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি হবে।

উপজেলা থেকে বাণিজ্যিকভাবে বিদেশে আলু রপ্তানিতে আশার আলো দেখছেন কৃষকেরা। এ ছাড়া স্থানীয় বাজারেও দাম বেশ ভালো। জমি থেকে প্রতি কেজি আলু ১২ থেকে ১৩ টাকা দরে বিক্রি করছেন কৃষকেরা, যা গত বছর সাত থেকে আট টাকা ছিল।

বিরাহীম গ্রামের কৃষক মোখলেছুর রহমান বলেন, ‘উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় এ বছর আমি পাঁচ হেক্টর জমিতে রপ্তানিযোগ্য বারি আলু-৯ চাষ করেছি। ফলন বাম্পার হয়েছে। দাম বেশ ভালো। আশা করছি ভালো লাভ হবে।

ছালমা আক্তার নামে একজন জানান, তিনি কৃষি অফিস থেকে কান্দাল ফসল চাষ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। রপ্তানিযোগ্য আলুর জাত সম্পর্কে উদ্বুদ্ধ হয়ে তিনি দুই হেক্টর জমিতে এর চাষ করেছেন। বর্তমানে রপ্তানিযোগ্য আলুর বেশ চাহিদা রয়েছে।

উপজেলার দেউতি এলাকার নুরনবী মিয়া বলেন, ‘পাঁচ হেক্টর জমিতে রপ্তানিযোগ্য আলু চাষ করেছি। একরে প্রায় ৩০০ মণ আলু উৎপাদন হয়েছে। চলতি বছর ২৮ মেট্রিক টন আলু রপ্তানিকারক প্রতিষ্ঠান মাসোয়ারা এগ্রোর কাছে বিক্রি করেছি। তবে নানা অজুহাতে রপ্তানিকারকেরা আলুর দাম কম দিচ্ছেন।’

পীরগাছায় রপ্তানিযোগ্য আলুর চাষ দিন দিন বাড়ছে বলে জানান উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান। তিনি বলেন, ‘আগামী বছর এর পরিমাণ দ্বিগুণ হবে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম বলেন, ‘বৈচিত্র্যপূর্ণ কৃষি শস্যে ভরপুর পীরগাছা উপজেলা। তার মধ্যে আলু অন্যতম। শুধু খাবার আলু উৎপাদনে নির্ভর না করে রপ্তানিযোগ্য আলু চাষাবাদ করতে হবে। এ জন্য কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আধুনিক কলাকৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর আলুর বাম্পার ফলন হওয়ায় দাম পেয়ে কৃষকেরা বেশ খুশি। আমরাও চাই কৃষকেরা যেন আলু চাষ করে বেশি লাভবান হতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত