Ajker Patrika

গভীর রাতে গৃহবধূর ঘরে ছেলে, লজ্জায় বাবার আত্মহত্যার অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩: ৪৮
গভীর রাতে গৃহবধূর ঘরে ছেলে, লজ্জায় বাবার আত্মহত্যার অভিযোগ

ছেলের বিরুদ্ধে গভীর রাতে একা থাকা এক গৃহবধূর ঘরে প্রবেশের অভিযোগ। এ নিয়ে মাসখানেক ধরে এলাকায় বিচার সালিসের প্রক্রিয়া চলছে। তবে তিনি সালিস মানতে নারাজ। সেই ক্ষোভে ও লজ্জায় বাবার আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছায়। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সকালে নিজ বাড়ির পেছনে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাবা ফুল চাঁন মিয়া (৬৫)। 

ফুল চাঁন উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব নয়ারহাট গ্রামের মৃত লাল চাঁদ শেখের ছেলে। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ফুল চাঁন মিয়ার বিবাহিত ছোট ছেলে শহিদুল ইসলাম (২৪) সম্প্রতি গভীর রাতে পার্শ্ববর্তী মানিক মিয়ার বাড়ির এক নববধূর ঘরে প্রবেশ করেন। ওই নববধূর স্বামী ঢাকায় থাকেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শহিদুল ইসলাম পালিয়ে যান। এ নিয়ে সালিস বৈঠকের নামে দীর্ঘ এক মাস ধরে দেনদরবার চললেও কোনো সুরাহা হয়নি। এক সপ্তাহ আগে স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বিষয়টি সমাধান করে দেবেন বলেন জানান। এদিকে গত মঙ্গলবার (২২ মার্চ) ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে শহিদুল ইসলামের সঙ্গে তাঁদের হাতাহাতির ঘটনা ঘটে। 

সোমবার উভয় ঘটনা নিয়ে সালিস বৈঠকে বসার কথা থাকলেও শহিদুল ইসলাম তা না মানার ঘোষণা দিলে বাবা ফুল চাঁন মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ক্ষমা চান এবং তাঁর ছেলে বিচার মানতে নারাজ বলেন জানান। এ নিয়ে ক্ষোভে-দুঃখে মঙ্গলবার ভোরে বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ফুল চাঁন মিয়া। সকালে তাঁর মরদেহ নামিয়ে বাড়িতে রাখা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেয় থানা পুলিশ। 

এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত