৩৪ বছর পর নৌকায় চড়েই ডুবলেন কাদের
আব্দুল কাদেরের বয়স ৭০ বছর। বয়সের অর্ধেক ৩৪ বছর ধরে তিনি একনাগাড়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এবারও চেয়েছিলেন চেয়ারম্যান পদের বয়সটা আরও বাড়িয়ে নিতে। এ জন্য প্রথমবারের মতো নৌকায় চড়েছিলেন তিনি। আর এবারই কিনা হেরে বসলেন তিনি। ফলে এলাকার মানুষ বলছে, নৌকায় চড়েই ডুবলেন কাদের!