রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়াইবাড়ী-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলের পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


আমার ছেলেকে যারা এভাবে কষ্ট দিয়ে মেরেছে, আমি চাই তাদেরও যেন একইভাবে শাস্তি হয়। আমি সরকারের কাছে দু’হাত জোড় করে অনুরোধ করছি—আমার ছেলে হত্যার যেন ন্যায়বিচার হয়।

সোহেল রানা প্রায় দুই বছর ধরে গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন চালাতেন। এই সুবাদে তার সঙ্গে জিসানের মা জেসমিন আরা খাতুনের পরিচয় গড়ে ওঠে। সোহেল তার উপার্জনের টাকা জেসমিনের কাছে জমা রাখতেন। সম্প্রতি জমা রাখা প্রায় ৫০ হাজার টাকা ফেরত চাইলে জেসমিন তাকে টাকা না দিয়ে উল্টো চড় মারেন বলে অভিযোগ।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তা নদীতে পানি বেড়েছে। এতে রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলে চাষ করা অপরিপক্ব বাদামখেত তলিয়ে গেছে। যা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর গঙ্গাচড়ায় ৩৬৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে।