গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুই দিন ধরে অন্ধকারে রয়েছে উপজেলার অধিকাংশ মানুষ। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ গ্রাহকের সংযোগ চালু করতে পারেনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে থাকা গঙ্গাচড়া জোনাল অফিস।
উপজেলায় পল্লী বিদ্যুতের আওতায় ৯০ হাজার গ্রাহক রয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে হঠাৎ ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে তাঁদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি, তাঁরা দ্রুত সংযোগ চালু করতে কাজ করছেন।
কোলকোন্দ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, ‘দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজে থাকা প্রায় ৩ হাজার টাকার আইসক্রিম গলে নষ্ট হয়েছে। আজ বিকেলের দিকে সবগুলো বাইরে বের করে ফেলে দিয়েছি।’
গজঘণ্টা ইউনিয়নের গৃহবধূ নাজু আক্তার বলেন, ‘ঝড়বৃষ্টি হলেই যেন বিদ্যুতের দম বন্ধ হয়ে যায়। দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাংস নষ্ট হচ্ছিল। পরে সব মাংস বের করে সেদ্ধ করে রাখলাম।’
গঙ্গাচড়া মেডিকেলপাড়ার ব্যাটারিচালিত অটোরিকশাচালক ফরিদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। এক দিন রিকশা না চালালে পেটে ভাত যায় না। দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় চার্জ দিয়ে রিকশা চালাতে পারছি না। পরিবার নিয়ে বিপদে পড়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) খাদেমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিদ্যুৎ-সংযোগ চালুর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের টিম দ্রুত কাজ করছে।’
রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুই দিন ধরে অন্ধকারে রয়েছে উপজেলার অধিকাংশ মানুষ। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ গ্রাহকের সংযোগ চালু করতে পারেনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে থাকা গঙ্গাচড়া জোনাল অফিস।
উপজেলায় পল্লী বিদ্যুতের আওতায় ৯০ হাজার গ্রাহক রয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে হঠাৎ ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে তাঁদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি, তাঁরা দ্রুত সংযোগ চালু করতে কাজ করছেন।
কোলকোন্দ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, ‘দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজে থাকা প্রায় ৩ হাজার টাকার আইসক্রিম গলে নষ্ট হয়েছে। আজ বিকেলের দিকে সবগুলো বাইরে বের করে ফেলে দিয়েছি।’
গজঘণ্টা ইউনিয়নের গৃহবধূ নাজু আক্তার বলেন, ‘ঝড়বৃষ্টি হলেই যেন বিদ্যুতের দম বন্ধ হয়ে যায়। দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাংস নষ্ট হচ্ছিল। পরে সব মাংস বের করে সেদ্ধ করে রাখলাম।’
গঙ্গাচড়া মেডিকেলপাড়ার ব্যাটারিচালিত অটোরিকশাচালক ফরিদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। এক দিন রিকশা না চালালে পেটে ভাত যায় না। দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় চার্জ দিয়ে রিকশা চালাতে পারছি না। পরিবার নিয়ে বিপদে পড়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) খাদেমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিদ্যুৎ-সংযোগ চালুর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের টিম দ্রুত কাজ করছে।’
দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার দুটি বিশেষ জজ আদালত পৃথক আদেশে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩ মিনিট আগেঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝোলানোর পর ক্যাম্পাসের মেধা শহীদ চত্বরে আয়োজিত ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন...
১৮ মিনিট আগেক্র্যাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন নারী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে