পাখি দিয়ে পোকা দমন
গঙ্গাচড়ায় আমন খেতে এখন সবুজের সমারোহ। ইতিমধ্যে অধিকাংশ জমিতে ধানের শিষ বেরিয়ে এসেছে। আর কিছুদিন পর কৃষকেরা ফসল গোলায় ওঠাবে। তাঁরা এই ধান চাষে পোকা দমনের ক্ষেত্রে কীটনাশকের পরিবর্তে পাখি দিয়ে ‘পার্চিং’ পদ্ধতি প্রয়োগ করে বেশ সুফল পাচ্ছেন। এতে যেমন কমে আসছে উৎপাদন খরচ, তেমনি রক্ষা পাচ্ছে পরিবেশ।