Ajker Patrika

ফুটপাতে ইট-বালু, দুর্ভোগ

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ২১
ফুটপাতে ইট-বালু, দুর্ভোগ

গঙ্গাচড়া উপজেলায় নির্মাণসামগ্রী ফুটপাত ও প্রধান সড়কে রেখে প্রায় ১০ মাস ধরে চলছে বহুতল ভবন নির্মাণ। এ সুযোগকে কাজে লাগিয়ে পাশের ব্যবসায়ীরাও ফুটপাত দখল করে তাঁদের দোকানের পণ্য সাজিয়ে রেখেছেন। ফলে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলসহ পথচারীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এমনই অবস্থা হয়েছে গঙ্গাচড়া বাজারের গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে। ভোগান্তি লাঘবে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, গঙ্গাচড়া-বড়াইবাড়ী এই উপজেলার ব্যস্ততম সড়ক। প্রতিদিন মাইক্রোবাস, প্রাইভেট কার, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলে সড়কটি এমনিতেই যানজটপূর্ণ থাকে। এখন বাজার এলাকায় পথচারীদেরও সড়কে নেমে আসতে হচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। উপজেলা ভূমি কার্যালয়ের অদূরেই সম্পূর্ণ ফুটপাতসহ সড়কের কিছু অংশ দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। যা রয়েছে প্রায় ১০ মাস ধরে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাচড়া মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক বেলায়েত হোসেন এসব সামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ভবনের সঙ্গেই রয়েছে ঢেউটিন, রড ও সিমেন্টের দোকান মেসার্স আহসান ট্রেডার্স। এ দোকানের মালামালও অনেক সময় ফুটপাত দখল করে রাখা হয়।

কথা হয় পথচারী আবদুল লতিফের সঙ্গে। তিনি বলেন, ‘আমি গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে বাইসাইকেল চালিয়ে যাতায়াত করি। গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। এ সড়কের পশ্চিম পাশের ফুটপাতে ব্যবসায়ীদের সর্বদাই মালামাল রেখে দখলে নিয়ে ব্যবসা করতে দেখা যায়।’

আবদুল লতিফ জানান, ফুটপাত দখলের কারণে কেবল পথচারীদেরই নয়, যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই ঘটে ছোটবড় দুর্ঘটনা। ফুটপাত দখলমুক্ত করতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন ভবনের মালিক বেলায়েত হোসেন বলেন, অল্প দিনের মধ্যেই ভবনের নির্মাণকাজ শেষ হবে। তখন ফুটপাত ও রাস্তায় কোনো সামগ্রী থাকবে না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, ‘আমি নতুন এসেছি। তবুও অতি দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত